নীতিমালা ও শর্তসমূহ

মূলনীতিঃ-

  • ছোট গ্রাম সোসাইটি একটি সমাজ সেবা প্রতিষ্ঠান। ব্যক্তি উদ্যোগে যাত্রা শুরু এবং স্বেচ্ছায় সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী কিছু মানুষের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান।
  • আমাদের প্রধান কাজ হচ্ছে নিজেদের তত্বাবধানে গ্রাম ভ্রমন ও দরিদ্র পরিবারগুলোর তালিকা তৈরি করা এবং পর্যায়ক্রমে এসকল পরিবারের জীবনমানের উন্নয়ন নিয়ে কাজ করা।
  • কোন ব্যক্তি বা পরিবারকে সহযোগিতা প্রদানে গুনগত মানের উপকরন ও দীর্ঘমেয়াদী বিবেচনায় সম্পাদনের চেষ্টা করা।
  • প্রতিষ্ঠানের সকল সদস্যগণ আলোচনা ও মতামত প্রদান করতে পারবেন। বোর্ড মেম্বারগণ প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিক করবেন। প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি সবার মতামত ও নিয়মাবলীর ভিত্তিতে চূরান্ত সিদ্ধান্ত গ্রহন করবেন।
  • ধর্মের (ইসলাম) বিরুদ্ধে যায় এমন কোন সিদ্ধান্ত বা কাজ থেকে প্রতিষ্ঠানের আওতাধীন সকলকে বিরত থাকতে হবে এবং কোন ধর্মের বিরুদ্ধে উষ্কানিমূলক মন্তব্য বা কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
  • প্রতিষ্ঠানের সকল লেনদেন হালাল পন্থায় হতে হবে এবং সুদ ভিত্তিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। এছাড়াও অনলাইন চ্যানেল মনিটাইজেশন উপার্জন থেকে বিরত থাকতে হবে।
  • প্রতি সদস্য এখানে স্বেচ্ছায় অংশগ্রহন করবেন, মতামত দিবেন, নিজ জায়গা থেকে ভূমিকা রাখবেন, তবে নিজ কর্মজীবনের কোনো প্রকার অবহেলা করা যাবে না।
  • একজন সদস্য দীর্ঘদিন অনিয়মিত থাকলে বা কার্যক্রমে কোন অবদান না রাখলে কৃর্তৃপক্ষ তার সদস্যপদ "Remove or Deactivate" করতে পারবেন।
  • "দশের লাঠি একের বোঝা" অথবা "একের বোঝা দশের লাঠি"। আমরা সকলে মিলে অল্প অল্প করে অবদান রাখলে আমাদের প্রতিষ্ঠান একদিন কাঙ্ক্ষিত অবস্থানে পৌছাবে ইনশাহ আল্লাহ।

আয়ের উৎস ও পরিকল্পনাঃ-

  • আমাদের প্রতিষ্ঠানের সকল সদস্যগণের মধ্যে প্রতি মাসে স্বতঃস্ফূর্তভাবে একটি ফান্ড সংগ্রহ করা হবে।
  • প্রতিষ্ঠানের আওতায় আমরা একাধিক কৃষি খামার গড়ে তুলতে চাই। যেমনঃ- হাস, মুরগী, ছাগল, কোয়েল পাখি, সবজি বাগান ও নার্সারী ইত্যাদি।
  • আমাদের স্পষ্ট তথ্যভিত্তিক কার্যক্রম বিবেচনা করে ব্যক্তি পর্যায়ে সদস্য বহির্ভুত অনেকেই অবদান রাখতে পারেন।
  • আমরা দশে মিলে যদি সততা ও উত্তম পরিকল্পনার মাধ্যমে কাজ করি তাহলে কার্যক্রম এগিয়ে যাবে ইনশাহ আল্লাহ।

কর্মসূচি ও কাজের ধরণঃ-

  • পরিবার উন্নয়ন কর্মসূচি। গৃহ নির্মান, নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যকর আসবাবপত্র প্রদান।
  • খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি। নির্দিষ্ট এলাকায় বিভিন্ন সময়ে মানসম্মত খাদ্য ও বস্ত্র উপকরন প্রদান।
  • বৃক্ষ রোপণ কর্মসূচি। যেমনঃ- ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ ইত্যাদি।
  • নলকূপ স্থাপন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা ও ঘর মেরামত করা।
  • গৃহপালিত পশু পাখির জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করা।
  • উপহার প্রদান কর্মসূচি। বৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার প্রদান কর্মসূচি করা।
  • কর্মসংস্থান। ছোট পরিসরে ব্যবসা, হাঁস-মুরগীর পারিবারিক খামার ও প্রাকৃতিক কৃষি খামার কর্মসূচি।

নিজ কর্ম ব্যস্ততার পাশাপাশি মানব কল্যান ও সমাজ সেবামূলক কাজে নিজেকে যুক্ত করার প্রচন্ড ইচ্ছেশক্তি যদি থাকে তাহলেই কেবল আমরা আপনাকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানাবো।

সদস্য হওয়ার নিয়মঃ-

  • সদস্য হওয়ার জন্য নিচের "সদস্য ফর্ম পূরণ করুন" লিঙ্কে ক্লিক করুন।
  • ফর্মের প্রতিটি ফিল্ড সঠিক তথ্য দিয়ে পূরণ করে "ফর্মটি জমা দিন" বাটনে ক্লিক করুন।
  • এতে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তবে ফর্ম পূরনে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করুন।
  • রেজিস্ট্রার সম্পন্ন হলে একজন সদস্য তার প্রোফাইল ওয়েবসাইটে "Our Team" পেইজে দেখতে পাবে।